,

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে সক্রিয় দালালচক্র

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। এদের খপ্পড়ে অনেকে প্রতারিত হচ্ছেন। তাদের কাছ থেকে সাধারণ মানুষতো নয়ই, খোদ বিচারকরাও রেহাই পাচ্ছেন না। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছারুল আলম ব্যক্তিগত পাসপোর্ট করতে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান। সেখানে পাসপোর্ট অফিসের দুই কর্মচারি বিচারকের সাথে অশোভন আচরণ করেন। এ সময় দুই জনকে আটকের নির্দেশ দেন বিচারক। তারা হল, ডিএডি মিজানুর রহমান (৩৫) ও অফিস সহকারি কবির উদ্দিন (৩২)। তাদেরকে আটক করে কোর্টে নিয়ে এলে ভুক্তভোগী গ্রাহকরা ওই কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন বিচারকের নিকেট। পরে ২ ঘন্টা আটক থাকার পর ভবিষ্যতে এরকম করবে না মর্মে আদালতের নিকট ক্ষমা চাইলে আদালত তাদের মুক্তি দেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিচারক কাওছারুল আলমের পাসপোর্ট তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নতুন নয়। তাদের ছত্রছায়ায় পাসপোর্ট অফিসের একাধিক দালাল চক্র গড়ে উঠেছে। তারা সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চ পর্যায়ের মানুষদেরকেও হয়রানি করতে দ্বিধাবোধ করছে না। ফলে পুরাতন পাসপোর্ট অফিস ডিজিটারে রূপান্তর হলেও এ অফিসে গ্রাহক সেবার মান বাড়েনি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।


     এই বিভাগের আরো খবর