,

শাবি’র শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাস্টিয়ান-হবিগঞ্জ’র উদ্যোগে ইফতার

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) থেকে বের হওয়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে ও তৎসংশ্লিষ্ঠ সরকারী কর্মকর্তাদের উদ্যোগে গঠিত ‘সাস্টিয়ান-হবিগঞ্জ’ বৃহস্পতিবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলের আয়োজন করে। শহরের বানিজ্যিক এলাকাস্থ বদিউজ্জামান খান সড়কে অবস্থিত নতুন চাইনিজ এন্ড বাংলা রেস্ট্ররেন্ট ‘সাম্পান’এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, জেলা প্রশাসক সাবিনা আলম এবং বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ শফিউল আলম, বিজ্ঞ এডিএম মোঃ নুরুল হক, হবিগঞ্জ অনলাইন প্রেসকক্লব সভাপতি ও আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন, বৃন্দাবন সরকারী কলেজের প্রভাষক মোঃ গোলাম রসুল পাবেল, শাবিপ্রবি’র পলিমার সায়েন্স বিভাগের সহ-অধ্যাপক ড.মোঃ সাইফুল ইসলাম রাজু ও সোনালী ব্যাংক কর্মকর্তা তোফায়েল তরফদার। ইফতারের আগ মুর্হুতে আহুত আলোচনা সভায় প্রধান অতিথি সাবিনা আলম, ওই বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষা নিয়ে বের হয়ে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সরকারী-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকুরীতে নিয়োজিত থেকেও একটি সুন্দর মন নিয়ে পবিত্র রমজান মাস সহ যে কোন বিশেষ দিন ও সময়ে এমনিভাবে সকলকে একত্রিত এবং মিলন মেলায় পরিণত করাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। সেই সাথে এমন উদ্যোগ গ্রহন করায় ‘সাস্টিয়ান-হবিগঞ্জ’এর আয়োজকদের ভূয়শী প্রশংসা করেন এবং আগামীতেও তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে মোনাজাতের পর আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশ নেন।


     এই বিভাগের আরো খবর