,

বাহুবলে সংঘর্ষে ১ ব্যক্তি নিহত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে আমান উল্লাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গবার বিকালে সাড়ে ৫ টার দিকে বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামে। জানা যায়, বাহুবল উপজেলার কাজিহাট গ্রামের মর্তুজ আলী ও শফিক মেম্বারের সাথে প্রতিবেশি আমানউল্লাহ ও তার লোকজনের দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছিল, এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও চলে, গত ২৮ মার্চ দুই পক্ষের বাচ্চাদের মাঝে ঝগড়া হয়, এ নিয়ে উভয় পক্ষের লোকজন ২৯ মার্চ সন্ধার পর উভয়ের মাঝে কথাকাটাকাটি এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় আমানউল্লাহ সহ দুই পক্ষের প্রায় ১০ জন লোক আহত হয়, তখন আমানউল্লাহকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমানউল্লাহকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন, এঘটনায় আমান উল্লাহ,র স্ত্রী নিল বানু বাদী হয়ে প্রতিবেশি মর্তুজ আলীকে প্রধান আসামী করে প্রায় ১৪ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন, এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই জহিরুল ইসলাম ও নিহত আমানউল্লাহ,র লোকজন বলেন গত ২৯ মার্চ উপজেলার কাজিহাটা গ্রামে সংঘর্ষের ঘটনায় আমানউল্লাহ,র অবস্থায় আশংকা জনক হলে ডাক্তাররা থাকে ওসমানী মেডিকেলে প্রেরণ করেন আমানউল্লাহ দীর্ঘদিন ওসমানী মেডিকেল চিকিৎসা শেষে গত ৩-৪ দিন আগে বাড়ীতে আসেন কিন্ত মঙ্গলবার আবারো তার সমস্যা দেখা দিলে বিকাল ৫ টারদিকে আমানউল্লাহকে ওসমানী মেডিকেল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে আমানউল্লাহর মৃত্যু হয়। এ ব্যাপারে বাহুবল মডেল থানার মিডিয়া অফিসার এস আই মফিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত বনেছেন।


     এই বিভাগের আরো খবর