,

সংসদে বাজেট আলোচনায় এমপি কেয়া চৌধুরীর ৭টি দাবী উত্তাপন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবলের জনস্বার্থে জনগণের পক্ষে সরকারের কাছে যে ৭টি দাবী উত্থাপন করা হলো- (১) ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায়, জগন্নাথ হলের শিক্ষক নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের কৃতিপুরুষ শহীদ অনুদ্বৈপায়ণ ভট্রাচার্য্যর নামে নবীগঞ্জে ১টি ও বাহুবল উপজেলাসহ মোট ২টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। (২) নবীগঞ্জ-বাহুবল কৃষকের ১ মৌসুমের ফসল ৩ মৌসূমের ফলন বাড়াতে গুংঙ্গিরজুরী হাওর প্রকল্প অবিলম্বিতে মন্ত্রিসভায় পাশ করণ। (৩) বাহুবল সদর ইউনিয়ন, মিরপুর ইউনিয়ন, ইনাতগঞ্জ ইউনিয়ন, আউশকান্দি ইউনিয়ন কে পৌরসভা ঘোষনা করণ। (৪) শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার প্রকল্প ন্যাশনাল সার্ভিস প্রকল্পাঞ্চলে নবীগঞ্জ-বাহুবল উপজেলাকে অন্তর্ভূক্তিকরণ। (৫) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যা উন্নীতকরণ। (৬) নবীগঞ্জ-বাহুবলে সাংস্কৃতিক কেন্দ্র (কালচারেল সেন্টার) স্থাপন। (৭) নবীগঞ্জ-বাহুবলে উৎপাদিত গ্যাস উভয় উপজেলাবাসীর দাবীর প্রেক্ষিতে চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।


     এই বিভাগের আরো খবর