,

দিনব্যাপী ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ টানা বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাধ ভেঙ্গে শহরে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিলে হবিগঞ্জবাসীর মধ্যে দেখা দেয় ব্যাপক উৎকণ্ঠা। খবর পেয়ে গতকাল মঙ্গলবার ভোর ৪টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল ৮টার মধ্যে হবিগঞ্জে এসে পৌঁছেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সার্বক্ষণিক সতর্ক থেকে বাঁধের উন্নয়নে কাজ করার নির্দেশ দেন এবং হবিগঞ্জবাসীকে সতর্ক থাকার আহবান জানান। সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি তেতৈয়া, মশাজান, মাছুলিয়া, কামরাপুর, রামপুরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে আবু জাহির এমপি পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের সাথে থেকে বাধের নির্মাণ কাজে সহায়তা করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আহবান এবং স্বেচ্ছাশ্রমে বাধ রক্ষায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করায় সকলের প্রতি ধন্যবাদ জানান। বিকালে সংসদ সদস্য শহরতলীর মশাজান, তেতৈয়ায় ঝুকিপূর্ণ বাধ এবং সুতাং বাজারে ক্ষতিগ্রস্ত ব্রীজ পরিদর্শনে যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কেএম আনোয়ার হোসেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মোঃ সফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাওহিদুল ইসলাম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ শেবুল আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর