,

চুনারুঘাটে ইউপি মেম্বারের বিরুদ্ধে কর্মসূচী কাজের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাজে সুতাং এর রাস্তার কর্মসূচীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি ওয়ার্ড মেম্বার এখতিয়ারপুর গ্রামের ইছব উল্লার পুত্র ভিংরাজ মিয়া তালুকদারের বিরুদ্ধে। জানাযায়, গতকাল বুধবার বিকেলে ৫নং শানখলা ইউপি চেয়ারম্যান সবুজ তরফদার ও বাজার সেক্রেটারী ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিক মিয়াসহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ময়মুরুব্বীয়ান নিয়ে শালিশ বৈঠক বসেও এর কোন সুরাহা হয়নি। জানা যায়, গত ২০১৬ এর বরাদ্দের কর্মসূচীর কাজ ভিংরাজ মিয়া পেয়ে এলাকার শ্রমিক দিনমজুরীদের ২০ দিনের কাজের জনপ্রতি ৩ হাজার ৫ শত টাকা করে মোট ৫৫ হাজার টাকা পাবে বলে উক্ত টাকা শ্রমিকরা খুজতে গেলে মেম্বার ভিংরাজ মিয়া দেই দিচ্ছি বলে সময় কর্তন করে নিচ্ছে। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের দিনমজুরী শ্রমিকরা হলেন কালা মিয়া, পিতা আব্দুল হক, ফরিদ মিয়া, পিতা মশদ উল্লা, আব্দুস সালাম, পিতা মৃত ময়না মিয়া, আব্দুল খালেক, পিতা ছমেদ মিয়া, আইয়ূব আলী, পিতা মৃত আরিফ উল্লা, মামলা মিয়া, মুহিত মিয়া, আজিদ মিয়া, মরম আলী, রফিক মিয়াসহ শ্রমিকের টাকা জনপ্রতি ৩ হাজার ৫শত টাকা করে পাবে বলে আলাপকালে শ্রমিকরা জানিয়েছেন। এ নিয়ে এলাকায় উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের প্রতি সুবিচার পাওয়ার জন্য দিনমুজুরী শ্রমিকরা জোর দাবী জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর