,

হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির পরিচিতি সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় যুব সংহতি হবিগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের দক্ষিণ শ্যামলীস্থ জেলা জাপার কার্যালয়ে জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক প্রভাষক এস এম লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ জালালের পরিচানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা সদস্য সচিব বাবু শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম আহবায়ক আব্দুর মুক্তাদির চৌধুরী অপু, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি প্রফেসর আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার, বাহুবল উপজেলা সদস্য সচিব আব্দুল আহাদ মেম্বার, জেলা জাপা নেতা সেলিম আহমেদ, আব্দুর রউফ মোল্লা, আব্দুল হান্নান, জেলা মহিলা পার্টি সভানেত্রী রাবেয়া বেগম, জেলা জাতীয় যুবসংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুরাদ আহমদ, জেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবসংহতির নেতা ফকির কাউছার মোল্লা, আরব আলী, মখলিছ মিয়া, প্রভাষক রিপন আহমেদ, সৈয়দ আব্দুল মোকাদ্দিম নিশু, ফতেহ আলম, সোহেল আহমেদ রানা, রইছ আলী, দিলীপ বর্মণ, জুয়েল আহমেদ জীবন, বিশ্বজিৎ চৌধুরী, শাহাব উদ্দিন খান, হেলাল আহমদ, রঞ্জু দেব, শেখ সোহেল, সাইফুল ইসলাম, স্বপন মেম্বার, আবু তাহের সুলতান, শাহাব উদ্দিন, মোহিত মিয়া, হিফুজর মিয়া, এনামুল হক চৌধুরী এনাম, আব্দুল হক, হোসাইন আহমেদ, হাকিম আশরাফ আলী, আব্দুল আউয়াল, সমশর আলী, পিংকু দেব, সজিব মিয়া, অলিউর রহমান, আব্দুল হকসহ জেলা, উপজেলা, পৌর জাপা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। পরিচিতি সভা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এছাড়াও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহবায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সহধর্মীনি মরহুমা ফরিদা ইযাসমিন রহমান, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটনের পিতা সাবেক এমপি মুক্তিযোদ্দা মরহুম ডাঃ সাদত আলী সিকদার ও হবিগঞ্জ জেলা জাপার যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের মায়ের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাহুবল উপজেলা জাপা নেতা হাকিম আশরাফ আলী।


     এই বিভাগের আরো খবর