,

হবিগঞ্জে মোবাইল কোর্টের অভিযান জরিমানা ও মোটর সাইকেল আটক

স্টাফ রিপোর্টার ॥ সড়ক নিরাপদ ও ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিশ্চিত করতে হবিগঞ্জ বিআরটিএ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল বুধবার সদর উপজেলার ধুলিয়াখাল নামক স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহন আটক ও জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট একরামুল সিদ্দিক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপস্থিত ছিলেন বিআরটিএ হবিগঞ্জ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ আবু নাইম এবং সদর থানার এসআই মোস্তাক আহমেদ। ট্রাক ও অন্যান্য যানবাহনের বাম্পার, হুক ব্যবহারের কারণে মোট ৯টি মামলা দায়ের করা হয় এবং ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মোবাইল কোর্ট ভুয়া নাম্বার সম্বলিত একটি মোটর সাইকেল আটক করে।


     এই বিভাগের আরো খবর