,

চুনারুঘাটে এবার পছন্দের তালিকায় ভারতীয় পোশাক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এবার নারীদের পছন্দের তালিকায় রয়েছে ভারতীয় পোশাক। ভারতীয় চ্যানেলের সিরিয়াল এবং অভিনেতা-অভিনেত্রীর নামের বাহারে বিক্রি হচ্ছে এসব পোশাক। বাহুবলী, রাধারাণী, খোকাবাবু, তরী গাঙ্গুলীসহ বিভিন্ন নামের শাড়ি ও ড্রেস রয়েছে বাজারে। ২ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা দামের শাড়ি ও ড্রেস রয়েছে বাজারে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সহজেই ভারতীয় ঈদের পোশাক পাওয়া যায় চুনারুঘাটের দোকানগুলোতে। যার কারণে ভারতীয় পোশাকের প্রাধান্যই এখানে বেশি। ঈদ যত ঘনিয়ে আসছে বেচাকেনা তত শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্জি মালিক ও শ্রমিকরা। ঈদের আগে গ্রাহকদের পোশাক সরবরাহ করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। আগের ঈদগুলোর মত এবারের ঈদেরও আশানুরুপ পোশাক তৈরির অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন মালিকরা। পছন্দসই ডিজাইন এবং নিজের চাহিদামত পোশাক তৈরি করতেই দর্জিদের নিয়ে পোশাক তৈরি করে থাকেন সৌখিন গ্রাহকরা। আসন্ন ঈদে প্যান্ট, শার্ট, পাঞ্জাবী, সাপারী, কামিছ সেটের অর্ডার বেশি পেয়েছেন দর্জি মালিকরা। প্রতিটি প্যান্ট ৩২০ টাকা, শার্ট ২৮০ টাকা, পাঞ্জাবী ৩০০ টাকা, সাপারী ১৬শ’ এবং সাধারণ কামিছ সেলাইয়ের জন্য ২৬০ টাকা নিচ্ছেন তারা।


     এই বিভাগের আরো খবর