,

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঈদকে সামনে রেখে চুনারুঘাটে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। সচেতন মহলের অভিযোগ মাদক নিয়ন্ত্রণে আগের তুলনায় রমজান মাসে র‌্যাব, পুলিশ, বিজিবির অভিযান কমে গেছে। যে কারণে চুনারুঘাটে মাদকের আগ্রাসী থাবা বন্ধ হচ্ছে না। তবে পুলিশ বলছে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জানা যায়, বাল্লা সীমান্তের ওপার থেকে আসা মাদক পাচারের প্রধান রুটে পরিণত হয়েছে চুনারুঘাট থানা রোড। যাতায়াত সুবিধা ভালো হওয়ায় এ পথ ব্যবহার করছে পাচারকারীরা। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে প্রাইভেটকার ও মোটরসাইকেল। এলাকাবাসির অভিযোগ, আইন শৃংখলা বাহিনীর কতিপয় অসাধু সদস্যদের সহায়তায় এখানকার মাদক সিন্ডিকেটদের দমন করা যাচ্ছে না। অনুসন্ধানে জানা গেছে, চুনারুঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন ছন্নার ব্রীজ থেকে কলেজ পর্যন্ত অন্তত ৫ ব্যক্তি মাদক বিক্রির সাথে জড়িত। তারা বাল্লা থেকে মাদক আনছে এবং চুনারুঘাট থানা পার হয়ে আসার আগ পর্যন্ত বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে মাদক বিক্রি করছে। চুনারুঘাট পৌর শহরে শীর্ষ ৫ মাদক ব্যবসায়ী হল টোকাই কাজল, রুকন মিয়া, সাদেক মিয়া, বাঘা লিটনসহ তার এক সহযোগি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রতিদিন দুপুর ২টার পর থেকে ৪/৫টি দলে বিভক্ত হয়ে চুনারুঘাট থানা থেকে কলেজ রোড পর্যন্ত বিভিন্ন স্পটে মাদক ব্যবসা চলে। থানার ৫শ গজ দূরে উপজেলা গেইট পার হলেই পাওয়া যায় মাদক। মাদক পাচারে চুনারুঘাট থানা রোড একটি গুরুত্বপূর্ণ মাদক রুট। এ রুটে ফেনসিডিল, ফেনসিডিল জাতীয় স্কপ সিরাপ, রিকোডে, কডোকপ, গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার ও মদ, প্যাথিড্রিন ইনজেকশন ইত্যাদি প্রতিদিন আসছে। এসবের সাথে নতুন করে যুক্ত হয়েছে ভারতীয় খাসিয়া উপজাতির তৈরি করা ছোট ও বড় আকারের নকল ইয়াবা ট্যাবলেট। মাদকের ভয়াবহতা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে দায়িত্বশীল সব মহলকে ভাবিয়ে তুলছে।


     এই বিভাগের আরো খবর