,

বানিয়াচঙ্গে দুই পক্ষের সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত শতাধিক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে নির্বাচনী বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষে মহিলা ও শিশুসহ শতাধিক লোক আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর থেকে বিকাল ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটে। জানাযায়, উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জালাল খন্দকারের পক্ষে নুরুল হুদা ও ইউসুব উল্লার পক্ষে সিরাজ আলীর নির্বাচনী বিরোধ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় জানে আলম (৭), হোসেন মিয়া (৩০), আলমগীর (৩০), তারেক (২৫), সাইদুল (২০), ইসরাইল (১৫) ও আবু লেইছ (৩৫) সহ কমপক্ষে ৫০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বানিয়াচঙ্গ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর