,

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট বাউসা হাফিজিয়া মাদ্রাসা শাখার বিদায়ী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে অবস্থিত দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাউসা হাফিজিয়া মাদ্রাসা শাখায় মাসব্যাপী পবিত্র কোরআন শরিফ সহি শুদ্ধ ভাবে পড়ানোর পর গতকাল ২৭ রমজান শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে বিদায়ী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হাফিজিয়া মাদ্রাসা শাখার দারুল ক্বিরাত পরিচালনা কমিটির সভাপতি কাওছার আহমদ এর সভাপতিত্বে ও অত্র শাখার প্রধানকারী আব্দুল বাছিদ এবং শাখার শিক্ষক আবুল কাশেমের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন নাজিম হাফেজ মোঃ আব্দুল লতিফ। এতে বক্তব্য রাখেন, বাউসা বায়তুন নুর জামে মসজিদের মোতাওল্লী হাজী তৈয়ব উল্লাহ, সাবেক মোতাওল্লী হাজী আব্দুল মোতালিব, শাহ মছদ্দর আলী, বাউসা বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওঃ শাহনুর আহমেদ আজাদি, হাজী নুরুল ইসলাম, মাদ্রাসা ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ একলাছ আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আলী হাছান লিটন, মুর্শেদ আলী সবুজ, ব্যবসায়ী আলমগীর আহমদ, বাউসা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন আহমেদ। এতে উপস্থিত ছিলেন অত্র শাখার শিক্ষক কারি আব্দুল হান্নান, কারী সাইফুর রহমান, কারী বিলাল আহমদসহ বাউসা গ্রামের মুরুব্বিয়ান যুবক, শতাদিক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক। অনুষ্ঠানে প্রত্যেক মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে প্রতি বছরের ন্যায় এবারও তরুণ সমাজ সেবক মুর্শেদ আলী সবুজ ও ব্যবসায়ী সাইফুর রহমান টিপুর পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়। বক্তাগন বলেন, আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক ও অভিন্ন নাম। সহিহ কুরআন শিক্ষা দেয়ার বিষয়টি নিয়ে আল্লামা ফুলতলীর ভাবনার ফসল দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। সেই ১৯৪৩ সালে অপ্রাতিষ্ঠানিকভাবে ছাহেব ক্বিবলাহ শুরু করেন আল কুরআনের এ খেদমত। সহিহ শুদ্ধ কুরআন শিক্ষাকে সম্প্রসারিত করার লক্ষ্যে তিনি ১৯৫০ সালে প্রতিষ্ঠা করেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। সেই থেকে আজও অবধি চলছে নিরবধি। প্রায় সত্তর বছরের দীর্ঘ পথচলায় দেশের সবচেয়ে বড় কুরআন শিক্ষার আসরে পরিণত হয়েছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। শুধু দেশে নয় বিদেশেও দারুল কিরাতের রয়েছে ঈর্ষনীয় সাফল্য।


     এই বিভাগের আরো খবর