,

পাহাড়ী ঢলে ধসে গেছে চুনারুঘাটের নালমূখ ব্রীজ

চুনারুঘাট প্রতিনিধি ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও খোয়াই নদীর পানির স্রোতে চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের নালমূখ বাজার সংলগ্ন ছড়ার ব্রীজটি ভেঙ্গে ধসে যায়। ফলে ৮/১০টি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ রয়েছে। ব্রীজটি নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। অপরদিকে ওই সড়কে চলাচলকারী পথচারীরা মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। জনগুরুত্বপুর্ন ব্রীজটি দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীসহ নালমূখ বাজারে আসতে পারছেনা কেউ’ই। লাদিয়া, রাখী, পাঁচগাও, কাকাউস, মহদীর কোনা, একঢালাসহ প্রায় ৮/১০টি গ্রামের মানুষের দুর্ভোগ চরম পর্য্যায়ে। অতিদ্রুত ব্রীজটি নির্মান করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি কামনা করছেন এলকাবাসী। এ ব্যাপারে মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন জানান, পাহাড়ী ঢল ও খোয়াই নদীর পানির স্রোতে ব্রীজটি ভেঙ্গে ধসে যায় ফলে ইউনিয়নের দক্ষিনাঞ্চলের সাথে কেন্দ্রীয় হাঠের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সরকারী বরাদ্দ অপ্রতুল্য হওয়ায় ব্যয় বহুল কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি অচিরেই ব্রীজটি নির্মাণ করার দাবী জানান।


     এই বিভাগের আরো খবর