,

হবিগঞ্জ পৌর এলাকার দরিদ্র নাগরিকদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ পৌর এলাকার দরিদ্র নাগরিকদের মাঝে বিতরণ করা হয়েছে ভিজিএফের চাল। গতকাল শনিবার হবিগঞ্জ পৌরসভার ৬টি কেন্দ্রে ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ জন কার্ডধারীর মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কেন্দ্রগুলো হচ্ছে উমেদনগর পৌর হাই স্কুল, সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিটিটিআই, চৌধুরীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিরিষতলা। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ প্রতিটি কেন্দ্রে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। উদ্বোধনকালে মেয়র বলেন প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সরকার দরিদ্র জনগনের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে। প্রকৃত কার্ডধারীরা যাতে এ চাল গ্রহণকরতে পারে সে ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হয়েছে। চাল নিতে আসা জনগনের উদ্দ্যেশে মেয়র বলেন চাল বিতরনে যাতে কোন অনিয়ম না হয় সে ব্যাপারে পৌরসভার কঠোর নজরদারী রয়েছে। মেয়র বলেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের সমর্থন ও ভালোবাসায় আমি কারাগারে থেকেও মেয়র নির্বাচিত হয়েছে। আপনাদের ঋণ শোধ হবার মতো নয়। আমি দল-মত, ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে সকল মানুষকে সাথে নিয়ে পৌরসভাকে এগিয়ে নিতে চাই। মেয়র ভিজিএফের চাল বিতরন কর্মসূচী চলাকালে এবং ঈদকে সামনে রেখে হবিগঞ্জের পুলিশ প্রশাসনের তৎপরতার ভূয়শি প্রশংসা করেন। চাল বিতরণকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর