,

বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩০

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। গত সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বাসিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসিয়াপাড়া মহল্লার আব্দুল মিয়ার ছেলে তাবু মিয়া ও মুড়িবাড়ির বরকত উল্লাহর পুত্র জিলু মিয়ার সাথে রাজমিস্ত্রীর কাজের পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে বানিয়াচঙ্গ থানা পুলিশসহ সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।


     এই বিভাগের আরো খবর