,

নবীগঞ্জে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মোরগের লড়াই

স্টাফ রিপোর্টার ॥ হারিয়ে গেছে গ্রাম বাংলার প্রাচীনকালের বিভিন্ন খেলা এবং সংস্কৃতি। নবীগঞ্জ উপজেলায় আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মোরগের লড়াই অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার সংলগ্ন একটি মাঠে নিউ জালালাবাদ আছিল ক্লাব এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকদিন পর পর উক্ত সংগঠন গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার জন্য মোরগের লড়াই প্রতিযোগীতার আয়োজন করে থাকেন। কখনো ২০টি, কখনো ১০ আবার কখনো ২টি মোরগ দিয়ে সাজানো হয় প্রতিযোগীতার মঞ্চ। গত বৃহস্পতিবার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ আদর্শ গ্রামের শাহ আলী হায়দার ও জুহুরপুর গ্রামের রাব্বুল মিয়া তালুকদারের ২টি মোরগ প্রতিযোগীতায় অংশগ্রহন করে। এ সময় স্থানীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভিড় জমায় খেলা উপভোগ করার জন্য। দীর্ঘ ১ ঘন্টা খেলা শেষে প্রতিযোগীতার ফলাফল ’ড্র’ হিসেবে ঘোষণা করা হয়। আয়োজনকারীদের মধ্যে রুমেল আহমেদ নামে এক যুবক জানান, কিছুদিন পর পর উক্ত খেলা অনুষ্ঠিত হয় প্রচীন বাংলার ঐতিহ্যকে ধর রাখতেই সাধারণত মোরগের লড়াই প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে আগামীতেও হবে।


     এই বিভাগের আরো খবর