,

চুনারুঘাটে ছিনতাইকারীকে গণপিটুনি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে টমটম ছিনতাই করতে ব্যর্থ হয়ে চালককে মেরে আহত ও গাড়ী ভাংচুর করেছে একদল ছিনতাইকারী। পরে স্থানীয় জনতার হাতে গণপিটুনির স্বীকার হয় এক ছিনতাইকারী। গত বৃহস্পতিবার রাত প্রায় ১২টায় চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামে এ ঘটনা ঘটে। মামলা ও এলাকা সূত্রে জানাযায়, ওই দিন উপজেলার শ্রীকুটা বাজার থেকে কয়েকজন মধ্যবয়সী যুবক কেউন্দা যাবার কথা বলে মকলিছ মিয়ার টমটমে উঠে। টমটম টি গ্রামের মাদারী বাড়ীর নিকট পৌঁছলে আরো কয়েকজন যুবক গাড়ীর পথরোধ করে টমটম ছিনতাই করার লক্ষ্যে মকলিছ মিয়াকে মার-ধরা করে। তখন মকলিছ মিয়ার শোর-চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে। টমটমটি রক্ষা করেন এবং পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকরীদের একজন সোনা মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে উপস্থিত জনতা গণপিটুনি দেয়। ছিনতাইকারী একই গ্রামের হওয়ায় স্থানীয় মুরব্বীরা সালিশ-বৈঠকের মাধ্যমে বিচার সম্পন্ন হওয়ার মোছলেখায় তাকে ছেড়ে দেয়া হয়। পরে অভিযুক্ত সোনা মিয়া ও তার দলবল সালিশের বিষয়টি এড়িয়ে গেলে টমটম গাড়ীর মালিক মকলিছ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে এগার জনসহ চার-পাঁচ জন অজ্ঞাত রেখে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর