,

জগন্নাথপুরে সরকারি ওএমএস’র চালসহ পুলিশের কাছে আটক ২

ফরিদ আহমদ ॥ জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের ১০ টাকা কেজির সরকারি ওএমএস এর চাল জগন্নাথপুর উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের গোতগাওঁ গ্রামের যুবলীগ নেতা ডিলার আব্দুল বারিক গত ৩০ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় ইনাতগঞ্জ বাজারে বিক্রয় করতে নিয়ে যাওয়ার সয়ম স্থানীয় আলীগঞ্জ বাজারে পৌছলে এলাকার লোকজন হাতে নাতে টমটম ভর্তি ৮ বস্তা চাল সহ আটক। এসয়ম ডিলার আব্দুল বারিক কৌশলে পালিয়ে যায়। চাল আটকের খবর পেয়ে রাতেই পাইলগাওঁ ইউপি চেয়ারম্যান মখলুছ ও আলীপুর ওয়ার্ড মেম্বার আলী আকবর খান ঘটনাস্থলে আসেন। চাল আটকের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে উজেলা সহকারী কমিশনার (ভূমি) শুক্রবার ঘটনাস্থলে আসেন। এসময় আটক হওয়া টমটমের ড্রাইভার বাদল কে জিজ্ঞাসা করলে সে চাল বিক্রয়ের কথা স্বীকার করে এবং ডিলার বারিক দুই মাসে প্রায় ১৫ বার ওএমএস এর চাল আত্মসাৎ করে বিক্রি করেছে বলেও তার ড্রাইভার বাদল স্বীকার করেছে। ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার আলী আকবর খান, ৪নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার শরিফুল বেগম, পাইলগাওঁ ইউপি কৃষকলীগ সভাপতি তমিজ উদ্দিন, নাসিরুদ্দিন সুহেল, জিতু মিয়া, মিহির রায়, বাবর মিয়াসহ এলাকার স্থানীয় শতাধিক জনতার সামনে সাক্ষ্যগ্রহণ, টমটম সহ ৮ বস্তায় প্রায় চারশত কেজি চাল ও ডিলার আব্দুল বারিকের বাতিজা রাজিব, আক্তার হোসেন সুমনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এসয় জগন্নাথ পুর থানার এস আই অরুণ ঘটনাস্থল সহ বারিকের বাড়িতে গিয়ে তার বসতঘড় তালাবন্ধ পাওয়া যায়। উপস্থিত শতাধিক জনতা ডিলার বারিক কে গ্রেফতার ও বিচারে দাবীতে শ্লোগান দিতে থাকেন। এলাকাবাসী অবিলম্বে ডিলার বারিক কে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।


     এই বিভাগের আরো খবর