,

বাহুবল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মিলাদ গাজী : আমি আশাবাদী নেত্রী আমাকে মনোনয়ন দিবেন

বাহুবল প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার, রাত ৮ টায় বাহুবল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান মিলাদ গাজী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী। নেত্রীর দোয়া নিয়ে আমি নবীগঞ্জ-বাহুবলের তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করছি। আমার লোভ লালসা নেই। তাই লোকজন আমাকে পছন্দ করেন। এতেই আমি মুগ্ধ। তিনি বলেন, আমার মরহুম পিতা দেওয়া ফরিদ গাজীকে নবীগঞ্জ-বাহুবলের তৃণমূল মানুষ ভোট দিয়ে বার বার এমপি নির্বাচিত করেছে। তিনি তৃণমূলের কল্যাণে কাজ করে গেছেন। লোকজন আমার পিতাকে এখনও ভালবাসেন। শ্রদ্ধার সাথে স্বরণ করেন। তিনি বলেন, আমার পিতা মারা যাওয়ার পর, আমি নেত্রীর কাছে গিয়েছি। নেত্রী আমাকে কাজ করতে বলেছেন। আমি সেই দিন থেকে আমি কাজ করে আসছি। বিগত নির্বাচনে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আবার নেত্রীর নির্দেশেই আমি নির্বাচন থেকে সরে যাই। তবে তৃণমূলের পাশে রয়েছি। কাজ করছি। আমার প্রতি নেত্রীর দোয়া রয়েছে। তাই আমি আশাবাদী নেত্রী আমাকে মনোনয়ন দিবেন। এ আসনে নৌকা জয়ী হবে, এটা আমার বিশ্বাস। তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব সঠিকভাবে লিখে যাওয়া। আমি সাংবাদিকের ভালবাসি। আমার পিতাও সাংবাদিকেদরকে ভালবাসতেন। পরিশেষে তিনি প্রেসক্লাবের উন্নয়নে ব্যক্তিগতভাবে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সাংবাদিকরাও দেওয়ান মিলাদ গাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনি এগিয়ে যান। আপনার সাথে আমরা আছি। আপনার সাথে রয়েছে আপামর জনগণ। আপনার কোন চিন্তা নেই। এ সময় সাতকাপন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র পাল, উপজেলা তরুণলীগ আহবায়ক এমএ মজিদ তালুকদার, যুবলীগ নেতা হুমায়ূন রশিদ জাবেদ, বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, সহ-সভাপতি সোহেল আহমেদ কুটি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাঈদ আহমদ, আমাদের সময় বাহুবল প্রতিনিধি আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, সাংবাদিক ফয়সল আহমদ চৌধুরী, হবিগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর