,

জাতীয় পরিচয়পত্র নিয়ে বাণিজ্য

সময় ডেস্ক ॥ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা গ্রহণকে কেন্দ্র করে বাণিজ্য কমছেই না। নাগরিকদের কৃত্রিম ভোগান্তি সৃষ্টি করে একটি সিন্ডিকেট এই বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িয়ে পড়েছেন এই বাণিজ্যে। অর্থের বিনিময়ে পরিচয়পত্র প্রদান হরহামেশাই ঘটছে। নির্বাচন কমিশন সচিবালয়ে এ ধরনের একাধিক অভিযোগ এসেছে। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর জাল, কর্তৃপক্ষের সঙ্গে প্রতারণা, আর্থিক দুর্নীতি ও সেবা গ্রহণকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চাকরি হারিয়েছেন ইসির প্রায় দুই ডজন কর্মকর্তা-কর্মচারী। তবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন উইংয়ের তুলনায় স্মার্টকার্ড বিতরণ কর্তৃপক্ষ বা আইডিইএ প্রকল্পের সংশ্লিস্টরাই দুর্নীতিতে এগিয়ে রয়েছেন। তালিকা পর্যালোচনায় দেখা গেছে, চাকরিচ্যুত ১৮ জনের মধ্যে ১৪ জনই আইডিইএ প্রকল্পের। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন উইংয়ের পরিচালক (অপারেশন) মো. আবদুল বাতেন বলেন, যারা দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত থাকবে তাদের ছাড় নেই। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, এনআইডি সেবা নিতে গেলে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে যেসব ভোটারের এসএসসি সনদ নেই-তাদের ওপর নামে খড়গ। এ ধরনের সেবা গ্রহীতার কাছ থেকে এনআইডি সংশোধনের নামে চলে দেনদরবার। নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী যোগসাজশে জাতীয় পরিচয়পত্র দেওয়ার নামে রমরমা বাণিজ্য করছে। নির্বাচন কমিশন থেকে অনুমতিপত্র দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। আবার কোনো কোনো কর্মকর্তা প্রকল্পে ফোন করে সংশ্লিষ্টদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার নামে টাকাও নিচ্ছে। সরেজমিন তদন্ত প্রতিবেদন তৈরির নামে আদায় করা হচ্ছে অর্থ। টাকা না দিলে বছরের পর বছর পড়ে থাকছে সংশোধনের আবেদন। বিশেষ করে ইসির উপজেলা পর্যায়ের অফিসের সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। দুর্নীতির ঘটনায় ইসির গঠিত তদন্ত প্রতিবেদন ঘেটে দেখা গেছে, আইডিইএ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট মো. জাকির হোসেন। কাজে যতটুকু অভিজ্ঞ, তার চেয়ে বেশি পারদর্শী অনিয়ম-দুর্নীতিতে। তাই মঞ্জুর এহসান নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র থাকা ছবি বদলে অন্যের ছবি বসাতে এতটুকু বেগ পেতে হয়নি তার। মঞ্জুরের আইডি নং-১৯৬৪৫০১৭৯৭৫২১৬৪৮৫। এই পরিচয়পত্রে থাকা ছবি বদলে ফেলেন তিনি। এর বিনিময়ে আর্থিকভাবে লাভবান হন তিনিসহ তার সহকর্মী টেকনিক্যাল সার্পোট ইয়াসির আরাফাত। এই ঘটনায় ইসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতির অভিযোগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর দু’জনেরই চাকরি চলে যায়। ২০১৫ সালের ১৫ জুন সামসুন নাহার নামে একজনের জন্ম তারিখ ১৩ বছর কমিয়ে দিয়ে অর্থ দাবি করায় চাকরি হারিয়েছেন প্রকল্পের টেকনিক্যাল সার্পোট ইকবাল হোসেন। যদিও ঘটনায় আর্থিক লেনদের অভিযোগ প্রমাণিত হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। একইভাবে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির ত্রুটি এতটাই অবান্তর যা সংশোধন করা জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষের পক্ষে অসম্ভব। সংশ্লিস্ট ব্যক্তির তথ্য ঘেঁটে কর্তৃপক্ষ আলমগীর হোসেনকে এ কথা জানান। কিন্তু আইডিইএ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট মোহাম্মদ রফিকুল ইসলাম কর্তৃপক্ষের সিদ্ধান্ত অমান্য করে আলমগীর হোসেনের পরিচয়পত্রে থাকা জন্মতারিখ ও পিতার নাম অবৈধভাবে সংশোধন করে ফেলেন। ২০১৫ সালের ১৫ জুন চাকরি খুঁইয়ে কৃতকর্মের মাশুল দেন আইডিইএ প্রকল্পের এই কর্মকর্তা। ২০১৫ সালের ১৭ জুন প্রকল্পের সহকারী পরিচালক (প্রিন্ট) মোস্তফা হাসান ইমাম ও টেকনিক্যাল এক্সপার্ট মো. মাহমুদ হাসানের চাকরি যায় অবৈধ পন্থায় একজনের জন্মতারিখ সংশোধন করার অপরাধে। দেখা গেছে, আবদুল হালিম সরদারের জাতীয় পরিচয়পত্রে থাকা ১৯৭২ সালের ৫ জানুয়ারি জন্মতারিখ সংশোধন করে করা হয় ১৯৮৬ সালের ৫ জানুয়ারি। এ অপরাধে তাদের চাকরিচ্যুত করা হয়। এনআইডি উইং ও আইডিইএ প্রকল্পের মহাপরিচালকের স্বাক্ষর জাল করার অপরাধে প্রকল্প থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর মো. আবু বকর ছিদ্দিককে।


     এই বিভাগের আরো খবর