,

হবিগঞ্জের অনিয়ম-দুর্নীতিও হয়রানী বন্ধে জনগণের অভিযোগ নিয়ে দুদক এর গণশুনানী ১২ জুলাই

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘আর অনিয়ম-দুর্নীতি বা হয়রানী নয়, বরং সুনিশ্চিত করতে হবে জনগনের সেবা’ এমন লক্ষ্য নিয়ে আগামী ১২ জুলাই বুধবার গণশুনানী করবে হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিস্ট কেন্দ্রীয় কমিশনের নির্দেশে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর সার্বিক সহযোগিতায় জেলা পরিষদ অডিটরিয়ামে ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই গণশুনানী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সংশ্লিস্ট কমিশন ও দুপ্রক ঢাকা ও সিলেট বিভাগীয় উর্ধ্বতন কর্মকর্তাগণ। এদিকে এই গণশুনানীকে সামনে রেখে ইতিমধ্যে জেলা দুদক ও দুপ্রক এর পক্ষ থেকে প্রথম পর্যায়ে শুধু মাত্র হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার আওতাধীন এলাকাসমূহ থেকে ভূক্তভোগীদের নিকট থেকে অভিযোগ চেয়ে শহরে মাইকিং, মসজিদে লিফলেট বিতরন সহ নানা প্রচারনার উদ্যোগ নেয়া হয়েছে। শুধু তাই নয়, যৌথভাবে একাধিক বৈঠক ও সভাও করছে দুদক-দুপ্রক। এ লক্ষ্যে আগামীকাল ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত শহরের এম,সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গন এবং একই দিন সকাল ৯ টা থেকে ৫টা পর্যন্ত রাজনগরস্থ সংশ্লিস্ট দুদক কার্যালয়ে গ্রহন করা হবে সেবা বঞ্চিত জনগনের পক্ষ থেকে সুনিদিষ্ট তথ্য সম্বলিত নানা অভিযোগ। প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে ১২ জুলাই আহুত গণশুনানীর দিন উত্থাপন সাপেক্ষে প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে। বলাবাহুল্য, সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার সরকারী-আধাসরকারী ও শায়ত্বশাসিত নানা দপ্তরেও একশ্রেনীর দুর্নীতি পরায়ন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক হয়রানীর শিকার হচ্ছেন তারা। ফলে এইসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের শিকড় উৎপাটন, হয়রানী বন্ধ সমস্যার সমাধান কল্পে জনগনের সেবা সুনিশ্চিত করতেই দুদক ওই কার্যক্রম হাতে নিয়েছে। তবে এই কার্যক্রমের আওতার ১ম পর্যায়ে শুধু মাত্র হবিগঞ্জ পৌর শহর সহ সদর উপজেলার এলাকার ভূক্তভোগী জনগনের কাছ থেকে তথ্য নির্ভর অভিযোগ চাওয়া হয়েছে। উল্লেখ্য, অভিযোগ দাখিলের নামে কাউকে অযথা হয়রানী করা থেকে বিরত থাকতেও জেলা দুদক এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে এই গণশুনানীকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলা ইউএনও অফিসে এবং বিকেল ৪ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে পৃথক দুটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় পরিচালক শিরিন পারভীন। এছাড়া আগামী ১২ জুলাই আহুত গণশুনানী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন (তদন্ত) এর কমিশনার এ,এস,এম আমিনুল ইসলাম (মহামান্য হাইকোর্টের বিচারপতি সমমর্যাদা সম্পন্ন) সহ সিলেট বিভাগীয় দুদক অফিসের ওই পরিচালক সহ এবং ঢাকা-সিলেট এবং হবিগঞ্জ জেলা দুদক ও দুপ্রকের কর্মকর্তা-প্রতিনিধিগণ।


     এই বিভাগের আরো খবর