,

বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক : পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার ছিলাপাঞ্জা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, চিলাপাঞ্জা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পারাগাও ও ছিলাপাঞ্জা মহল্লার লোকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকার পরিবেশ ভাল।


     এই বিভাগের আরো খবর