,

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের অন্তরভুক্ত ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের নিয়ে মিড-ডে মিল (শিক্ষার্থীদের টিপিন বক্স বিতরণ) বাস্তবায়নের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য মোঃ আল আমিন খাঁন, গীতা পাঠ করেন শিক্ষক নেতা ভবানী শংকর ভট্রাচার্য্য। পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ইউপি সচিব মোঃ শাহজাহান। বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান পারছু মিয়া, নবীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ইউপি সদস্য মোঃ আব্দুস সোবহান, প্রধান শিক্ষক সুরঞ্জিত তালুকদার, শিল্পী রানী দাস, সহকারী শিক্ষক ছোহেল আহমদ প্রমূখ। আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান আলী আহমদ মুসা বলেন, শিক্ষা সম্প্রাসারণে ইউনিয়নের অন্তরভুক্ত প্রতিটি বিদ্যালয় পরিষদের তরফ থেকে মিড-ডে মিল বাস্তবায়নে সর্বাত্বক সহায়তা দেয়া হবে। এনিয়ে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।


     এই বিভাগের আরো খবর