,

বাউসা যুব সংঘের ঈদ পুর্নমিলনী ও বার্ষিক বনভোজন সম্পন্ন

আলী হাছান লিটন, বিছনাকান্দি ও পাংথুমাই থেকে ফিরে ॥ বিপুল উৎসাহ উদ্ধিপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “বাউসা যুব সংঘের” ঈদ পুর্নমিলনী ও বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। গত সোমবার দিনব্যাপী সিলেটের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র বিছনাকান্দি ও ভারত বাংলদেশের সিমান্তবর্তি প্রকৃতির সুন্দর পাংথুমাই গ্রামে ঈদ পুর্নমিলনী ও বনভোজন সম্পন্ন হয়। এসব আয়োজনের মধ্যে ছিল পিয়াইন নদীর চরে ফুটবল খেলা, সীমান্ত ঘেঁষা পাথর বিছানো বিস্তীর্ণ প্রান্তরের উপরে বয়ে চলা মেঘালয়ের পাহাড়ি ঝরনাধারা, মেঘালয়ের আকাশ ছোঁয়া পাহাড়, ঝরনাধারায় বয়ে আসা বিছনাকান্দির পিয়াইন নদীর পাথরের স্তুপ, আকাশে হেলানো উঁচু উঁচু পাহাড়ের সারি, চারপাশের চোখ ধাঁধানো সব দৃশ্য, পাহাড়ের কোলে বিস্তীর্ণ পাথর কেয়ারি, সীমান্ত ঘেঁষা পাথর-জলের মিলন মেলার অপরুপ সৌন্দর্যসহ ভারত সীমান্তবর্তির মেঘালয় পাহাড়ের পাদদেশে সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত পাংথুমাই গ্রামের মুল সৌন্দর্য মেঘালয় পাহাড় থেকে বেয়ে আসা ঝর্ণাধারার অপরুপ সৌন্দর্য উপভোগ করা। পাংথুমাই ঝরনাটি ভোগোলিক ভাবে ভারতে অন্তর্ভুক্ত। বাংলাদেশীরা শুধু দূর থেকেই দেখেন এর সৌন্দর্য। সু-উচ্চ পাহাড় থেকে নেমে আসছে জলরাশি। সফেদ জলধারা লেপ্টে আছে সবুজ পাহাড়ের গায়। দেখলে মনে হবে সবুজের বুকে কেউ হয়তো বিছিয়ে রেখেছে সাদা শাড়ি। এই ঝর্ণাধারাটি স্থানীয়ভাবে মায়ামতি ও ফাটাছড়া ঝর্ণা হিসেবে পরিচিত, কেউ কেউ একে ডাকেন বড়হিল ঝরনা বলে। আর পর্যটকদের কাছে জলপ্রপাতটির পরিচিতি “পাংথুমাই” ঝরনা নামে। সারা দিনব্যাপি অপরুপ সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতি কন্যা সিলেটের প্রকৃতির রুপ উপভোগ করেছেন বাউসা যুব সংঘের নেতৃবৃন্দ। এতে অংশগ্রহন করেন বাউসা যুব সংঘের সভাপতি, দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আলী হাছান লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ান ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক আলমগীর আহমেদ, বাউসা যুব সংঘের আবুল কাশেম, মির্জা রেদোয়ান, ফজল আহমেদ, মোঃ সিজলু মিয়া, হেলাল মিয়া, তানভীর আহমেদ, মিজান-১, রাহীনুর, মিজান-২, নাছিম চৌধুরী, জুনু মিয়া, শওকত আলী। ঈদ পুর্নমিনী ও বার্ষিক বনভোজনে সার্বিকভাবে সহযোগীতা করেছেন বাউসা যুব সংঘের সাধারণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী, তরুণ সমাজ সেবক আশরাফুল হাসান ফাহাদ সহ যুব সংঘের নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর