,

নবীগঞ্জের বৈঠাখালে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী রুহেল গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রাম থেকে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীকে গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের মোঃ শামির মিয়ার কন্যা মোছাম্মত সুমাইয়া বেগমের সাথে একই গ্রামের মোঃ সুফিয়ান আহমদের পুত্র মোঃ মনিরুল ইসলাম রুহেলের সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। সেই সূত্রে ২০১৬ইং সালের ১ নভেম্বর হবিগঞ্জের বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ে এফিডেভিট এর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। যার রেজিঃ নং ১৯৮৪। এসময় রুহেল সুমাইয়ার কাছে ওয়াদা করে যত দ্রুত সম্ভব তাদের বিবাহের কাবিননামা রেজিষ্ট্রী করে নেবে। সুমাইয়া ও রুহেল তাদের অভিভাবকের অসম্মতিতে বিয়ে করার কারনে রুহেল তার স্ত্রী সুমাইয়াকে নিয়ে তার শশুড় বাড়িতে গিয়ে উঠে। সেখানে সুমাইয়ার পিতামাতা প্রথমে বিয়ে মেনে না নিলেও পরে রুহেল প্রভাবশালী হওয়ায় তা মেনে নেন। এ সময় রুহেল তার পিতামাতাকে রাজি করিয়ে সুমাইয়াকে তার নিজ বাড়িতে নিয়ে যাবে বলেও ওয়াদা করে। রুহেলের কথায় সুমাইয়া ও তার পিতামাতা সবকিছু মেনে নেয়। এভাবে রুহেল তার শশুড়বাড়িতেই সুমাইয়ার সাথে ঘর সংসার করতে থাকে। এক পর্যায়ে সুমাইয়া বিয়ের কাবিন রেজিষ্ট্রি এবং তাকে তাদের বাড়িতে নেয়ার জন্য রুহেলকে বললে সে টালবাহানার শুরু করে। এক পর্যায়ে রুহেল সুমাইয়াকে জানায় তার পরিবার কোনভাবেই এ বিয়ে মেনে নেবে না। এসময় রুহেল সুমাইয়াকে তাদের বাড়িতে রেখেই সংসার করতে চায় এবং সংসার চালানোর জন্য স্থানীয় গোপলার বাজারে ব্যবসা করার জন্য সুমাইয়ার কাছে এক লক্ষ টাকা যৌতুক দাবি করে। বিষয়টি সুমাইয়া তার পিতামাতাকে জানালে তারা তা দিতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে রুহেল সুমাইয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের বাড়ি থেকে চলে যায়। এর পর দীর্ঘদিন ধরে রুহেল সুমাইয়ার কোন খোঁজ খবর না নেয়ায় অবশেষে বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করা হলে রুহেল সালিষের তারিখ দিলেও পরবর্তীতে সালিষ অমান্য করে। পরে অন্য কোন উপায় না পেয়ে সুমাইয়া হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে সেই মামলার প্রেক্ষিতে গতকাল বুধবার রাত ১০ টায় নবীগঞ্জ থানার এসআই মোঃ কবির উদ্দিন একদল পুলিশ নিয়ে বৈঠাখাল গ্রামে রুহেলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।


     এই বিভাগের আরো খবর