,

ইনাতগঞ্জের নাদামপুর ও বক্তারপুর গ্রামের প্রবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা

নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের অর্ন্তগত নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পুরো বৃষ্টির মৌসুমে পুকুরের রূপ ধারণ করে থাকতো। ফলে দীর্ঘ ৫/৬ মাস ছাত্র-ছাত্রীদের বারান্দায় দাড়ানো ছাড়া কোন উপায় ছিল না। এমতাবস্থায় নাদামপুর ও বক্তারপুর গ্রামের লন্ডন প্রবাসীদের উদ্যোগে প্রায় পৌনে ২ লক্ষ টাকা ব্যায়ে বিদ্যালয়ের সামনের মাঠ ভরানোর ফলে ছাত্র-ছাত্রীদের খেলাধুলার ব্যবস্থা হয়েছে। বেড়েছে বিদ্যালয়ের সৌন্দর্য্যও। ইতি মধ্যে এস.এম.সির সদস্যবৃন্দ এবং গ্রামের মুরুব্বিদের উদ্যোগে বিদ্যালয়টিকে উপজেলার একটি দৃষ্টি নন্দন প্রতিষ্ঠানে পরিনত করার লক্ষ্যে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় বিদ্যালয়ের নকশা প্রনয়নের কাজ সম্পন্ন হয়েছে। এ মহৎ কাজে এগিয়ে আসার জন্য প্রবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এস.এম.সির সভাপতি মোঃ আঙ্গুর খাঁন (ইলিয়াছ), সহ-সভাপতি কাহের আহমদ দিপু, সদস্য মোঃ নজমূল হোসেন (বর্তমান মেম্বার), মোঃ গুলজার খাঁন, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি মরিয়ম আক্তার, ডাঃ শাহেনা বেগম, মোছাঃ রতœা বেগম, মোছাঃ শামছুননাহার (ইউপি সদস্যা) ও প্রাক্তন মেম্বার ইছমত আহমদ প্রমুখ। উক্ত কাজ তদারকিতে নেতৃত্ব দেন গ্রামের বিশিষ্ঠ মুরুব্বি আলহাজ্ব সৈয়দ আব্দুল মতিন।


     এই বিভাগের আরো খবর