,

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে অষ্ট গ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতি সম্পন্ন : স্বপ্নের ছোঁয়ায় ভাসছে জনপদ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে ৮টি গ্রামের সমন্বয়ে গঠিত বাজকাশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটে অষ্টম গ্রাম উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাস (ভবনসহ) প্রতিষ্ঠা ও আসবাবপত্র (ব্রেঞ্চ, ডেক্সসহ অফিসিয়াল ফার্ণিচার সামগ্রী) ক্রয়ের পর গতকাল শুক্রবার শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শহরের ঐতিহ্যবাহী জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের নেতৃত্বে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় পরীক্ষক হিসেবে অংশ গ্রহণ করেন শাহ তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া, অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দিন, তাহিরপুর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল আহমদ। এসময় নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া শিক্ষক বৃন্দকে নিয়ে ক্যাম্পাস পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনন্দিত চেয়ারম্যান আলী আহমদ মুসা, ইউনিয়ন পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল মালিক চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ আবু ইউসুফ, সাবেক ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন, বিদ্যালয়ের ক্যাশিয়ার মোঃ মোদাচ্ছির মিয়া প্রমূখ। আগামী বছরের জানুয়ারী থেকে আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তাৎক্ষণিক প্রশ্নপত্র প্রণয়ন করে নিয়োগ পরীক্ষা নেয়া হয়। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন, কুতুব উদ্দিন সহোদর পরিবারের দানকৃত ভূমিতে ওই এলাকার প্রাবাসীদের আর্থিক সহায়তায় প্রত্যাশা পূরণে এগিয়ে চলেছে বিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করণে চেয়ারম্যান মুসার সার্বিক তত্বাবধানে বিদ্যালয়ের চতুরদিকে সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও চেয়ারম্যানের তরফ থেকে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পোষাক সরবরাহ ও শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর