,

পুলিশ সুপারের কঠোর সিদ্ধান্তে বাহুবলের দু’দল গ্রামবাসী রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের রাজাপুর ও কাইদগাঁও এর মধ্যে নতুন বাজার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয় পক্ষের মাঝে দাঙ্গা-হাঙ্গামা ও মামলা চলছে। এ প্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা শালিশী বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি। পরবর্তীতে উভয়পক্ষ সমর্থকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র গুরুত্ব দিয়ে নিজ উদ্যোগে বিষয়টি সমাধানের লক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উভয় বাজার সমর্থকদের নিয়ে এক বৈঠকে বসেন। এতে উভয়পক্ষের দুইজনের বক্তব্য শুনে পুলিশ সুপার জয়দেব কুমার সিদ্ধান্ত দেন রাজাপুর বাজার ও নতুন বাজার সরকারী ভাবে ইজারা ভুক্ত নয়। তাই কোন বাজারকে সরকারীভাবে প্রাধান্য দেয়া যাবে না। রাজাপুর বাজারটি পুরাতন বাজার এবং নতুন বাজারটি নবস্থাপিত হয়েছে। কোন বাজার বন্ধ বা ঘোষণা দেয়ার একতিয়ার করো নেই। তাই আজ থেকে রাজাপুর বাজারে সকল দোকানপাট খুলে ব্যাবসায়ী, ক্রেতা/বিক্রেতা যার যার খুশি মতে ব্যাবসা পরিচালনা করবেন। এতে কেউ বাধা বিপত্তি সৃষ্টি করলে তাদের বিরোদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। পুলিশ সুপারের এমন সিদ্ধান্তের প্রতি একমত পোষন করেন। এসপি আরো বলেন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সিদ্ধান্তে বাস্তবায়ন করতে উভয় পক্ষের মাঝে সেতুবন্ধন তৈরী করবে। তিনি আরো বলেন বিষয়টি জনপ্রতিনিধি ও স্থানীয় মুরব্বীদের মাধ্যমে সমাধান করে আমাকে জানাবেন। বিগত দিনের মামলা গুলো নিষ্পত্তির লক্ষ্যে আমি সহযোগীতা করব। এ বৈঠকে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রেবের সহকারী পরিচালক এ.এস.পি বেলাল, বাহুবল সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কমিউনিটি পুলিশিং এর আহব্বায়ক আসকার আলী, সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি। উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূয়া, বাহুবল নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার ওসি তদন্ত বিশ^জিৎ দেব, মডেল থানার মিডিয়া কর্মকর্তা এসআই মফিদুল হক।


     এই বিভাগের আরো খবর