,

সংসদে এমপি কেয়া চৌধুরী বাহুবল সদর, মিরপুর ও ইনাতগঞ্জ ও আউশকান্দিকে পৌরসভা করার দাবী

মামুন চৌধুরী ॥ জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ ৭১ বিধিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতে স্পিকারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে বাহুবল সদর, মিরপুর ও নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, আউশকান্দিকে পৌরসভাকরণের জন্য জোরালো দাবী জানিয়েছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল মঙ্গলবার সংসদ চলাকালে বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, পৌরসভা একটি সংবিধি সংস্থা। কিন্তু হবিগঞ্জের বাহুবলে কোন পৌরসভা নেই। অথচ এখানে আছে মডেল থানা, সরকারী কলেজ, হাসপাতাল, ঐতিহ্যবাহী বাজার ও অফিস। এছাড়া আউশকান্দি ইনাতগঞ্জে রয়েছে ইকোনমিক জোন, বিবিয়িানা ও ঐতিহ্যবাহী বাজার। সেখান হতে আসে বিপুল রাজস্ব। আমার এই জনপদের মানুষ বিশ্বাস করে জননেত্রীর হাত ধরেই, এ চারটি ইউনিয়ন পৌরসভা ঘোষিত হবে। সংসদে চারটি পৌরসভার দাবী তুলে ধরায়, নবীগঞ্জ ও বাহুবলের তৃণমূল জনগণ এমপি কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া অনেকেই আনন্দ উল্লাস করছেন। কারণ এর পূর্বে এ ধরণের দাবী কোন এমপি তুলেননি। উল্লেখ্য, এমপি হবার পর থেকে কেয়া চৌধুরী মাঠে এসে বাহুবল-নবীগঞ্জসহ দায়িত্বপ্রাপ্ত এলাকার তৃণমূলের উন্নয়ন ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে তিনি মিরপুর কলেজকে সরকারীকরণ করিয়ে দিয়েছেন। বাহুবল হাসপাতালকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করিয়েছেন। এছাড়া বাহুবল ও নবীগঞ্জ হাসপাতালে নতুন এ্যাম্বুলেন্স এনে দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর