,

বাহুবলে সিএনজিশ্রমিকদের হামলায় বাস চালক আহত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সিএনজি শ্রমিকদের হামলায় এক বাস চালক আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে বুধবার(১২) জুলাই সকাল সাড়ে ৯ টারদিকে উপজেলার বাগান বাড়ী নামক স্থানে। জানা যায়, বাস চালক আব্দুর রেজ্জাক আউশকান্দি থেকে বাস চেড়ে প্রায় ৯ টারদিকে বাহুবল বাজারে এসে সিএনজি যানজটে আটকা পড়েন এ সময় একটি সিএনজিতে কিছুটা লেগে যায়, এঘটনাটি বাস মালিক সমিতির নিয়োজিত আবুল হোসেন, সিএনজি,র এক নেতা জাফর মিয়া ও উস্তার মিয়া শালিসের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেন। পরে বাস নিয়ে আব্দুর রেজ্জাক হবিগঞ্জের উদ্দ্যোশ্য রোয়ানা দেন,বাহুবল উপজেলার বাগান বাড়ী নামক স্থানে পৌছা মাত্রই দৌলতপুর গ্রামের সিএনজি চালক আবুল কালাম ও তার লোকজন বাস আটক করে আব্দুর রেজ্জাককে মারধোর করে এ সময় আব্দুর রেজ্জাকের সাথে থাকা লাইসেন্স ও নগদ ২৫০০ টাকাও চিনিয়ে নিয়ে যায়,এ সময় তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পরলে বাসের অন্যান্য স্টাফরা আব্দুর রেজ্জাকে ঘটনাস্থল থেকে উদ্বার করে আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন,আহত সুত্রে জানা গেছে এ ঘটনায় বাস শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এর মাঝে একটি সূত্র দাবী করেছে হামলাকারীদের বিরোদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।


     এই বিভাগের আরো খবর