,

বাহুবল উপজেলার ইসলামপুর গ্রামে বিষপানে স্কুল ছাত্রীর মৃত্যু ! পরিবারের অভিযোগ বিষ বের না করে চিকিৎসা দেয়ায় সে মারা গেছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ইসলামপুর গ্রামে বিষপানে তাহমিনা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ বিষ বের না করে চিকিৎসা দেয়ায় সে মারা গেছে। তাহমিনা ওই গ্রামের কদ্দুছ মিয়ার কন্যা ও স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তার স্বজনরা জানায়, পারিবারিক কলহের জের ধরে তাহমিনা গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে। এরপর সে বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার স্বজনদের অভিযোগ হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে তাহমিনার পাস্থলী থেকে বিষ বের করা হয়নি। ভর্তি করে মহিলা মেডিসিন ওয়ার্ডে প্রেরণ করে দেন সংশ্লিষ্টরা এবং ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন অনুসারে নার্স চিকিৎসা দেয়। এ ব্যাপারে ডাঃ বজলুর রহমান জানান, পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়েছে। কোন অবহেলা হয়নি।


     এই বিভাগের আরো খবর