,

বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষ মহিলাসহ আহত শতাধিক ॥ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪১ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আদিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ ও মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ঠেটা ও গুলি বিদ্ব অবস্থায় ৩ জনকে ঢাকা ও ৪ জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ও গুলি বিদ্ধ ২০ জনসহ অর্ধ শতাধিক লোকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আহাদ মিয়া, লুৎফুর মিয়া, সাফিয়া বেগম, ইলিয়াছ, বাহার, তমিজ, হাফিজুর, আব্দুল্লাহ, শাহীনুর, জালাল, হান্নান,আতিকুর, ফাতেমা, ফুহাদ, আনোয়ার, আঃ রাজ্জাক, ওয়াহেদ, শহীদ, মুসলিম, হাবিব, ইসমাইল, আফজল, ওয়াহেদ (২), আজমান, আক্তার, মজিদ, মিলন, বাবুল, শিবলু, আব্দুল আলী, নুরুজ্জামান, রশিদ, ফয়সল, হোছনা বেগম, সেলিম, বিলাল, মোশাহীদ, সালাম, শানু, আউলিয়া বেগম মোস্তাকিম সহ প্রায় ৮০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের জনাব আলী এবং মোস্তফা মিয়ার মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪১ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর