,

চুনার“ঘাটে চাঁদা না দেওয়ায় হিজড়াদের দায়ের কুপে গুর“তর আহত ২

চুনার“ঘাট প্রতিনিধি \ চুনার“ঘাট উপজেলার সদর ইউনিয়নের মধ্য নরপতি গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী নূর বানু (৪০) ও সিরাজ মিয়ার পুত্র সবুজ মিয়া (২৫) সহ ২জনকে চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হিজড়াদের দায়ের কুপে গুর“তর আহত হয়েছে। জানা যায়, সোমবার রাত ১০টার দিকে মধ্য নরপতি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত নূর বানু ও সবুজ মিয়ার আর্ত চিৎকারে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে হিজড়াদের কবল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনার“ঘাট উপজেলা ¯^াস্থ্য কমপে­·ে ভর্তি করা হয়েছে। আহত নূর বানু ও সবুজ মিয়া জানান, উপজেলার মধ্য নরপতি একই গ্রামের মৃত আঃ ছত্তর ওরপে লালউলার হিজড়াপুত্র কাউছার মিয়া (৩০), মৃতত মোজাফফর উল­ার পুত্র রমিজ মিয়া (৪০), সোনাই মিয়া (৩৫), জমির মিয়া (৩০) সহ একদল সহযোগীরা পূর্ব বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবী নিয়ে কাউছার মিয়ার হাতে থাকা দা দিয়ে সবুজ মিয়ার মাথায় কুপিয়ে ও তার মাতা নূর বানুকে সাড়া শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এরই জের ধরে রাত ১০টার দিকে হিজড়া কাউছারের দায়ের কুপে গুর“তর আহত করে পালিয়ে যায়। এ ব্যাপারে নূর বানুর ¯^ামী সিরাজ মিয়া বাদী হয়ে মামলার প্রস্থতি নি”েছন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর