,

দেবপাড়া ইউপি’র বিশ্বরোড হামিদ উল­াহ বাজার সংযোগ সড়কে মাটি ভরাটে অনিয়ম

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে কেয়া চৌধুরীর দেয়া বরাদ্দের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২০১৬-২০১৭ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা এর আওয়াতায় ২য় পর্যায়ে ২৮ ল¶ ৯৯ হাজার ৪৮২ টাকার বরাদ্দ পান হবিগঞ্জ-সিলেট সংর¶িত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এই কাবিটার মধ্যে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও বিশ^রোড পয়েন্ট হইতে হামিদ উল­াহ বাজার পর্যš— মাটির রা¯—া উন্নয়ন ও সোলার প্যানেল স্থাপনের জন্য অত্র ইনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নানের হাতে ২ ল¶ ৬০ হাজার টাকার বরাদ্দ দেন এমপি কেয়া চৌধুরী। সরেজমিনে গিয়ে দেখা যায় নামে মাত্র কাজ করে। অল্প কিছু স্থানে মাটি উন্নয়নের কাজ হয়। কিন্তু রা¯—ার অধিকাংশ জায়গা রয়ে গেছে অসম্পূর্ন। রা¯—ার কাজে অনিয়মের কারণে এলাকা জুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। স্থানীয় আওয়ামীলীগ নেতা ও জনসাধারণ উক্ত অনিয়মের বির“দ্ধে তীব্র ¶োভ প্রকাশ করেছেন। উক্ত রা¯—ার অনিয়মের বিষয়ে হবিগঞ্জ-সিলেট সংর¶িত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর