,

পাঞ্জারাই প্রাইমারী স্কুলের শি¶ক জুলহাসের বির“দ্ধে স্কুল ফাঁকির অভিযোগ

স্টাফ রিপোর্টার \ কোন ধরণের নোটিশ না পেয়ে কর্তৃপ¶ের অনুমতি ব্যতিরেকে স্কুল ফাঁকি দিয়ে পাঞ্জারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শি¶িকার বির“দ্ধে আনীত অভিযোগের তদš— অনুষ্ঠানস্থলে অযাচিতভাবে উপস্থিত হওয়ায় ওই বিদ্যালয়ের সহকারী শি¶ক মোঃ জুলহাস মিয়ার বির“দ্ধে উপজেলা শি¶া অফিসার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বুধবার পাঞ্জারাই গ্রামের মোঃ রফিক আহমেদ বকুল কর্তৃক দায়েরকৃত অভিযোগে বলা হয়, পাঞ্জারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি¶ক মোঃ জুলহাস মিয়া গত ১৮ জুলাই বিদ্যালয়ের শ্রেণি ক¶ে পাঠদান ফাঁকি দিয়ে নবীগঞ্জ উপজেলা শি¶া অফিসে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যš— অবস্থান করেন। এসময় প্রধান শি¶ক ¯^প্না দাশ সামšে—র বিভিন্ন অনিয়ম ও দূনীতির বির“দ্ধে তদš— চলছিল। অভিযোগে তিনি আরও উলে­খ করেন, তদš— অনুষ্ঠানস্থলে সহকারী শি¶ক জুলহাস মিয়ার উপস্থিতির বিষয়টি তিনি উপজেলা শি¶া অফিসার এবং তদš— কর্মকর্তা উপজেলা সহকারী শি¶া অফিসার মোঃ জামসেদুর রহমান ও খুরশেদ আলমকে অবহিত করেন। তখন তারা বলেন যে, সহকারী শি¶ক মোঃ জুলহাস মিয়াকে আসার জন্য কোন চিঠি ইস্যু করা হয়নি। এসময় জুলহাস মিয়া উপজেলা সহকারী শি¶া অফিসার খুরশেদ আলমের সামনে ¯^-শরীরে উপস্থিত হলে তিনি তাকে বিভিন্ন প্রশ্ন করলে জুলহাস মিয়া তাতে কোন সদোত্তর দিতে পারেননি। উপরোš— জুলহাস মিয়া শি¶া অফিসের বারান্দায় ঘোরাঘুরি করতে থাকেন। তার বির“দ্ধে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে গত ১৭ জুলাই উপজেলা শি¶া অফিসে আরও একটি অভিযোগ দায়ের করা হয়।


     এই বিভাগের আরো খবর