,

নবীগঞ্জে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি পত্রিকায় লিখলে কিছু হয়না, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকী ঠিকাদার আজাদের

ছনি চৌধুরী \ নবীগঞ্জ উপজেলার পুরাতন সড়ক বা নতুন সড়ক নির্মাণ কাজে নেই সত্যতার চিহ্ন। বরাবরের মতো সড়ক নির্মাণের কাজে দুর্নীতির শেষ নেই। বাংলাদেশ সরকার সড়ক তৈরির জন্য কোটি কোটি টাকা ব্যয় করলেও অসাধু ঠিকাদারদের কারণে নিম্ন মানের সড়ক তৈরি হচ্ছে যা সড়ক নির্মাণের কিছুদিনের মাথায় কার্পেটিং উঠে যাচ্ছে। নিম্ন মানের মালামাল এবং কাজের অনিয়ম চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়ায় ও পত্রিকায় লিখলে কিছু হয়না এবং প্রতিবেদকে দেখে নেওয়ার হুমকী দিলেন ঠিকাদার আব্দুস সামাদ আজাদ। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে ২ কিলো মিটার রা¯—া পাকা সড়ক নির্মাণের জন্য এলজিআইডি কর্তৃক রা¯—া নির্মাণ কাজ হাতে নেয় বানিয়াচং উপজেলার আব্দুস সামাদ আজাদ নামের এক ঠিকাদার। গত ১৭ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারী কাজে নিয়োজিত কর্মচারীরা উত্তর দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে সদরঘাট মসজিদের সামন পর্যš— প্রায় ২ কিলো মিটার পাকা সড়ক নির্মাণের কাজ ফেলে রেখে একটি বাড়ির রা¯—া পাকা করণে তারা ব্য¯— হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানাগেছে, দেড় ল¶ টাকার বিনিময় ব্যক্তিগত বাড়ির রা¯—াটি করে দিয়েছেন সরকারী কাজে নিয়জিত ঠিকাদার এবং কর্মচারী। সরকারী কাজে নিয়জিত কর্মচারীরা কিভাবে সরকারী কাজ ফেলে ব্যক্তিগত বাড়ির রা¯—া নির্মাণের কাজে জড়িয়ে পড়েনূ এমন প্রশ্ন প্রশাসনের দিকে ছুড়ে দিচ্ছেন সচেতন মহল। এদিকে উক্ত ২ কিলোমিটার সড়কে দেয়া হয়নি পর্যাপ্ত পরিমান, কংক্রিট, পাথরের গুড়া, বালু ইত্যাদি। সড়কের পাশে গাইড ওয়াল ১৮ ইঞ্চি, নিচে ২০ ইঞ্চি তার উপরে ১৫ ইঞ্চি দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে হাইড ১২ ইঞ্চি, নিচে ১২/১৩ ইঞ্চি, উপরে ১০ ইঞ্চি। এতেই শেষ নয় গাইড ওয়াল নিমার্ণের ১৫ দিন পার হতে না হতেই গাইড ওয়ালের একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। সড়কে ৪ ইঞ্চি কংক্রিট দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ২/৩ ইঞ্চি, রা¯—ার পাশে মাটি ভরাট এবং ব¯—া ভর্তি বালু দেয়ার কথা থাকলে রা¯—ার সীমানার জায়গার মধ্যে এমন চিত্র দেখা যায়নি। উক্ত সড়ক নির্মাণে রা¯—ার পুরাতন ইট পাশের সড়কের দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। ওইসব পুরাতন ইট ব্যবহার করা হয়েছে আগের সড়কেই। পুরাতন ইট ব্যবহার করার পরও পর্যাপ্ত পরিমান ইট, কংক্রিট দেয়া হয়নি সড়কে। এমন চিত্র সরেজমিনে গিয়ে প্রতিবেদক চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিলে বার বার কথা এড়িয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করেন ঠিকাদার আব্দুস সামাদ আজাদ। পরে এইসব অনিয়ম সমাধান করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পত্রিকায় লিখে আমার কিছু করতে পারবেনা। এদিকে সড়কে শুধু কেরোসিন মেরে রা¯—ায় নির্মাণ কাজ শুর“ করতে চাইলে বাঁধা দেয় স্থানীয় জনসাধারণ। স্থানীয় লোকজন জানান, কাজের কাজ কিছুই করছেনা সব কিছুতে বাটপারি, পর্যাপ্ত বালু, কংক্রিট কিছুই দেয়া হয়নি। এই রা¯—ার প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসেনর নজর দেয়া উচিত বলে করেন এলাকাবাসী। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার সৈয়দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদকের সাথে খারাপ আচরণ করা ঠিকাদারের উচিত হয়নি বলে জানান। রা¯—ায় কাজ চলেছে আমি বিষয়টি দেখছি, এই রা¯—ার জন্য কথা টাকা বরাদ্দ এসেছে জানতে চাইলে তিনি ২৪ ল¶ টাকার বরাদ্দ এসেছে বলে জানান।


     এই বিভাগের আরো খবর