,

শায়েস্থাগঞ্জে হাসপাতাল নির্মাণে ১০ কোটি টাকা ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী হবিগঞ্জে মেডিকেল কলেজ করেছি। তাঁরই ঘোষণা অনুযায়ী আগামী নিকার বৈঠকে শায়েস্থাগঞ্জকে উপজেলা ঘোষণা করা হবে। শায়েস্থাগঞ্জে হাসপাতাল নির্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদান ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাত ৮টায় শায়েস্থাগঞ্জ রেল পার্কিংয়ে পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন- গরীবের বন্ধু শেখ হাসিনা। যেকোনো মুল্যে হোক, শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে এ জন্য আপনারা নৌকায় ভোট দিবেন।
মোহাম্মদ নাসিম আরো বলেন, খালেদা জিয়া হিংসা পরায়ন নেত্রী এজন্য তার পতন হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে দেশে জঙ্গীর উত্থান হবে। বোমা দিয়ে মানুষ হত্যা করবে। দেশের উন্নয়ন করতে হলে সময় দিতে হবে। শেখ হাসিনা ৯ বছর যাবত ক্ষমতায় থাকার কারণে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আগামীতে নৌকায় ভোট না দিলে আল্লাহও মাফ করবে না। মন্ত্রী বলেন- শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে, কোনো ক্ষমতাই ঠেকাতে পারবে না। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দেশের জনগণকে ভয় পান কোনো। নির্বাচনে আসেন, খেলা হবে মাঠে, ফাইনাল খেলা। তিনি বলেন, ফাকা মাঠে গোল দিতে চাই না। মাঠে খেলেই গোল দিতে চাই।
সবশেষে এমপি আবু জাহিরকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে বলে বক্তব্য শেষ করেন। জনসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি, মেয়র মোঃ ছালেক মিয়া। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত এর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সদর উপজেলা যুবদলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হামিদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর