,

আর্জেন্টিনায় মানুষের মুখ নিয়ে জন্মছে ছাগল

সময় ডেস্ক ॥ পরাগ মাঝি: মধ্য আর্জেন্টিনার স্যান লুইস অঙ্গরাজ্যে অদ্ভুত চেহারার একটি ছাগলের জন্ম হয়েছে। ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ছাগলটির মাথার জায়গায় ঠিক ছাগলের মাথা নয়, বরং এ স্থানে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে একটি মানুষের মুখ। এর চোখ দুটি না মানুষের, না ছাগলের; অনেকটা যেন শয়তানের চোখ। এ ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে আর্জেন্টিনায়। তবে বাঁচানো যায়নি ছাগলটিকে। মৃত্যুর তিন ঘন্টার মধ্যে দুনিয়ার মায়া ছাড়ে হতবিহ্বল এই প্রাণীটি। ছাগলটির মালিক গ্ল্যাডিস ওভিডো জানান, ‘তিনিই প্রথম ওই অদ্ভূত ছাগল ছানাটির দর্শন লাভ করেন। এটিকে দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ছাগলের মুখটিকে মানুষের মতো সমতল দেখে তিনি কিছুটা ভয়ও পেয়েছিলেন। মা ছাগলটির একই সময়ে জন্ম নেওয়া অন্য দুটি ছানা স্বাভাবিকই ছিলো দেখতে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ছাগল মালিক গ্ল্যাডিস বলেন, ‘ছাগল ছানাটির মুখ এবং চোখ দুটোই কেবল অস্বাভাবিক ছিলো। বাকী শরীরটি ছিলো যথারীতি ছাগলের। ছানাটি জন্মের পর কয়েক ঘন্টা বেঁচেছিলো। গ্ল্যাডিস আরও বলেন, ‘জন্মের পর আমরা যখন ছাগল ছানাটিকে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসছিলাম, তখন এটি খুব রাগান্বিত হয়েছিলো। এ অবস্থায় গ্ল্যাডিস ছাগল ছানাটিকে চামচ দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করেছিলেন। তবে, ঘন্টা তিনেক পরই এটির স্বাস্থ্য খারাপ হতে থাকে। এটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো এবং শেষাবধি মারাই গেলো। গ্ল্যাডিসরে ছেলের বউ ছাগলটির কয়েকটি ছবি তুলে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মহুর্তেই এটি ভাইরাল হয়ে যায়। গ্ল্যাডিস বলেন, এটি আমার জীবনের বিরলতম ঘটনা। এ ধরণের ঘটনা আর্জেন্টিনায় আমার জানা মতে আর কখনোই হয়নি।


     এই বিভাগের আরো খবর