,

হবিগঞ্জে দোকান কর্মচারির মৃত্যু সন্দেহের তীর মালিকের দিকে

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকায় দোকান কর্মচারির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। এদিকে লাশ হাসপাতালে রেখে দোকান মালিক পালিয়ে যাওয়ায় পুলিশসহ সকলেই সন্দেহের তালিকায় রেখেছেন তাকে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। মৃত যুবকের পিতা নিবারন দাশ জানান, তাদের বাড়ি বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামে। তার পুত্র রূপক দাশ (২০), দীর্ঘদিন ধরে শহরের খোয়াই মুখ এলাকার মোদক ভেরাইটিজ স্টোরে কর্মচারির চাকুরী করতো। গতকাল শুক্রবার সকালে তাকে মালিকের ছেলে ফোন করে জানায় তার ছেলে অসুস্থ হয়ে পড়ায় সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর শুনে হাসপাতালে আসার সময় পথিমধ্যে পুনরায় ফোন করে জানানো হয়, তার ছেলে মারা গেছে। লাশ হাসপাতালে রয়েছে। দুপুরে হাসপাতালে এসে ওয়ার্ডের বারান্দায় লাশ পড়ে থাকতে দেখেন। কিন্তু ওই দোকানের মালিক বেনু মোদক রায়ের পুত্র লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে। এরকম ঘটনায় তাদের সন্দেহ খাবারের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে হত্যা করা হয়েছে। তার পিতা থানায় অভিযোগ দিলে সদর থানার এসআই মিজান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে রাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এদিকে ওই দোকানের মালিককে ঘটনার পর থেকে খোজে পাওয়া যাচ্ছে না। এব্যাপারে সদর ওসি নাজিম জানান, অভিযোগের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। এ মৃত্যু নিয়ে শহরে দোকান কর্মচারিদের মধ্যে আতংক বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর