,

জগন্নাথপুর টু বেগমপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার \ জগন্নাথ পুর টু বেগমপুর সড়কটি কুশিয়ারা নদীর ভাঙ্গনে শেষ পর্যন্ত যোগাযোগবিচ্ছিন্ন হয়েই গেল। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দক্ষিণ অঞ্চলের হাজার হাজার জনসাধারণের এক মাত্র যোগাযোগব্যবস্থার এ সড়কটি বিলিন হয়ে যাওয়ায় উপজেলা সদর সহ সিলেটের ওসমানী নগর উপজেলার বেগম পুর থেকে সিলেট ঢাকা যাতায়াতে এসব এলাকার যানবাহন ও জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত সড়কটি ভেঙ্গে ব্যাপকভাবে হাওরে পানি প্রবেশ করার ফলে পাইলগাওঁ ও আাশারকান্দি ইউনিয়নের শতাধীক হেক্টর বোরো আবাদি জমি ভরাট হয়ে যাওয়ার আশংঙ্কা করছেন এলাকাবাসী। কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এ সড়কটি নিয়ে গণমাধ্যমে দুই বছর ধরে লিখা হলেও সড়ক পথে যাতায়াতের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্তমানে আগ্রাসী কুশিয়ারা নদীর ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে। শুধু সড়ক পথই নয় পাইলগাওঁ ইউনিয়নের নদীর তীরবর্তী কাতিয়া গ্রামের বেশ কিছু বসতবাড়ি ও ভাঙ্গনের হুমকির সম্মুখীন।


     এই বিভাগের আরো খবর