,

বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার রায় ॥ ২ জনকে যাবজ্জীবন ॥ প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচংয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। গতকাল সোমবার দুপুর ৩ টার দিকে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হল উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের ওয়াব উল্লাহর পুত্র জসীম মিয়া (২২) ও আব্দুল আলীর পুত্র নূরুল আমিন (২১)। মামলার অপর আসামী কোরবান উল্লাহর কন্যা রুহেনা বেগম (২৫) কে বেকসুর খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ ও আব্দুল আহাদ ফারুক। আসামী পক্ষে ছিলেন এডভোকেট মুহিবুর রহমান বাহার। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, প্রথমরেখ গ্রামের গৌরমনি সরকারের ১৪ বছর বয়সী কন্যা স্থানীয় এক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী ২০১৫ সালের ৪ এপ্রিল একই গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত ৮টার দিকে জসীম ও নূরুল আমিন তাকে ধরে নিয়ে যায়। তাকে রুহেনা বেগমের ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার ভগ্নিপতি গোপেন্দ্র সরকার বাদী হয়ে উল্লেখিত ৩ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন অভিযান চালিয়ে আসামীদের নবীগঞ্জের ইমামবাড়ি থেকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর থেকে গতকাল সোমবার রায় প্রকাশ হওয়া পর্যন্ত তারা কারাগারে ছিল। ২০১৫ সালের ২৩ জুন এসআই ডিএম মজিদ আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত গতকাল সোমবার উল্লেখিত রায় দেন।


     এই বিভাগের আরো খবর