,

নবীগঞ্জে সাংবাদিকদের বিরোধ মিমাংসায় বিশেষ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সাংবাদিকদের বিরোধ মিমাংসার লক্ষ্যে উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা কমিটির সভা শেষে এক বিশেষ সভা গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেস কাবের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, বাউসা ইউপি চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রশীদ, কালিয়ারভাঙ্গা ইউপির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, সময় পত্রিকার প্রকাশ ও বার্তা সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক এমএ আজাদ, মোঃ আলমগীর মিয়া প্রমূখ। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সৈয়দুর রহমান, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আব্দুন নুর, আনসার ভিডিপি কর্মকর্তা, দীঘলবাক ইউপির চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়া, করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, বড় ভাকৈর ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জামসেদুর রহমান, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন, শাহ্ মিজানুর রহমান, নবীগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আবুল কাশেম, ছইফা রহমান কাকলী প্রমূখ। সভায় নেতৃবৃন্দ নবীগঞ্জ প্রেস ক্লাব নিয়ে সাংবাদিকদের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে যে বিরোধ চলে আসছে তা নিরসনে অনুষ্ঠিত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ০৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রেস ক্লাবে সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সমন্বয়ে নবীগঞ্জ সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে নবীগঞ্জ প্রেস ক্লাবের বিরোধ নিরসনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।


     এই বিভাগের আরো খবর