,

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির তদন্ত শুরু

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে উন্নয়নকল্পের অর্থ বরাদ্দের নানা অনিয়মের তদন্ত শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানম এর নেতৃত্বে এ তদন্ত শুরু হয় তদন্ত কমিটি এ ব্যাপারে কিছুই বলতে না চায়নি। স্থানীয় সুত্রে জানা যায়, বিগত ২০১৬-২০১৭ অর্থ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ উপজেলা পরিষদ কর্তৃক দেয়া হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ঠিকানায় ও প্রজেক্ট কমিটির মধ্যে গড়মিলের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা সম্প্রতি চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সিলেট বিভাগীয় কমিশনারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটি কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এ ব্যাপারে কথা বলেন। এ ব্যাপারে সিলেট বিভাগীয় কমিশনার ড.নাজমানারা খানুম বলেন- তদন্ত মাত্র শুরু হয়েছে শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব না। তবে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।


     এই বিভাগের আরো খবর