,

ওলির নামের চল-ছাতুরী ॥ এলাকায় ক্ষোভ ॥ মহাসড়কের পাশে মাজার উন্নয়নের নামে পশুর হাট

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হযরত শাহ জালাল (রহঃ) এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহবুদ (রহঃ) এর মাজার উন্নয়নের নামে অস্থায়ী পশুর হাট এনে এখন বেকায়দায় পড়েছেন মোঃ আলী আকবর নামের এক লোক। এ ব্যাপারে মাজার কমিটির নেতৃবৃন্দ কিছু না জানায় এলাকায় আলোচনা, সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের ধনর আলীর পুত্র মোঃ আলী আকবর গত ১লা আগষ্ট হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর ও দৃষ্টি আকর্ষনের জন্য স্থানীয় সরকার উপ-পরিচালক হবিগঞ্জ এর নিকট একখানা আবেদন দাখিল করেন। এতে তিনি উল্লেখ করেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওই ইউনিয়নের জালালসাপ গ্রামে পশুর হাট না থাকায় এলাকার জনসাধারণ অনেক দুরে গিয়ে কোরবানীর গরু, ছাগল ক্রয়-বিক্রয় করতে হচ্ছে এবং অনেক সময় ক্রয়কৃত পশু বাড়িতে আনতে চুরি ডাকাতি হয়েছে। এ বিষয়ে সব দিক বিবেচনা করে জালালসাপ গ্রামে কোরবানীর পশুর হাট বসানো অতীব প্রয়োজন। এমনকি ওই স্থান মহাসড়ক হতে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ওই আবেদনের প্রেক্ষিতে তাকে গত ৬ই আগষ্ট কর্তৃপক্ষ অনুমতি প্রদান করেছেন। কিন্তু শাহাবুদ (রহঃ) মাজার কমিটির লোকজনদের নিকট ওই সংবাদটি পৌছলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন ওলির নামের চল-ছাতুরী করে যারা এমন কাজ করেছেন তারা অন্যায় করেছেন এবং আবেদনে মহাসড়কের ৩ কিলোমিটার পশ্চিমে জলালসাপ গ্রাম উল্লেখ করলেও মুলত ওই গরুর হাটের স্থানটি অর্ধ কিলোমিটারের মধ্যে রয়েছে। এছাড়া ওই গ্রামে পশুর হাট বসানোর কথা উল্লেখ করলেও তারা ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় দুইশ গজের মধ্যে ওই পশুর হাটটি বসিয়েছে। গত বুধবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা গেছে এমন চিত্র। এ ব্যাপারে হযরত শাহ জালাল (রহঃ) এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহাবুদ (রহঃ) এর মাজারের দায়িত্বরত খাদেম শাহ্ মোঃ আলী হায়দার বলেন, আমরা মাজার কমিটির কেউ এবিষয়ে কিছুই জানিনা। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই পশুর হাঠটি জেলা প্রশাসকের নিকট থেকে তারা এনেছে। তিনি আরো বলেন মাজারের নামে ভূয়া ইজারা আনা হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকার সচেতন মহল মনে করেন একজন ওলির নামে যারা বেয়াদবি করেছে তাদেরকে আইনের আওতায় আনা জরুরী।


     এই বিভাগের আরো খবর