,

ঈদুল আযহাকে সামনে রেখে সক্রিয় ছিনতাইকারী চক্র ॥ পুরুষদের পাশাপাশি এক শ্রেণীর মহিলারাও জড়িত

জুয়েল চৌধুরী ॥ ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জ শহরে ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। পুরুষদের পাশাপাশি এক শ্রেণীর মহিলারাও এ কাজে জড়িয়ে পড়ছে। গতকাল শুক্রবার বিকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই মহিলাকে আটক করেছে জনতা। পরে তাদেরকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। আটকরা হল ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ডাকাত সর্দার জাহাঙ্গীর আলমের স্ত্রী রেছপা (২৫) ও জাহির মিয়ার স্ত্রী নার্গিস আক্তার (২৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোরবানীর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসেন বাঘাসুরা গ্রামের জনৈক জুই আক্তার ও মরিয়ম আক্তার নামের দুই মহিলা। এ সময় উল্লেখিত দুই মহিলা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ হাতিয়ে নেয়ার সময় দুই মহিলাকে জনতা আটক করে পুলিশে খবর দেয়। এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, এরকম কাজ করতে গিয়ে এর আগেও তারা এক ডজনবার পুলিশের হাতে গ্রেফতার হয়। কারাগারে যাবার পর জামিনে বেরিয়ে এসে তারা আবারো একই অপকর্মে জড়িয়ে পড়ে।


     এই বিভাগের আরো খবর