,

নির্বাচিত হয়ে উত্তর সাঙ্গর গ্রামে সর্বোচ্চ উন্নয়ন করেছি _এমপি মজিদ খান

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে ৪র্থ ধাপে ৬৯০টি পরিবারকে ১ কোটি টাকা ব্যয়ে নতুন বিদ্যুত সংযোগ
প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ-২ (বানিয়াঙ্গ-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সুইচ টিপ আনুষ্ঠানিক ভাবে বিদ্যুত সংযোগ প্রদানের উদ্বোধন করেন। গতকালের উদ্বোধনের মধ্য দিয়ে উত্তর সাঙ্গর গ্রামে শতভাগ বিদ্যুত সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় প্রাইমারী স্কুল মঞ্চে গ্রামাবাসীর আয়োজিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, পল্লীবিদ্যুত সমিতির বানিয়াচঙ্গ উপজেলা ডিজিএম মোহাম্মদ আবু জাফর, পরিচালক শেখ আজিজুল হক, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, আব্দুল কদ্দুছ শামীম, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, হাবিবুর রহমান মনু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম জাহির, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, কাজী মুক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, আফজল আনছারী, ফারুক হোসেন বিলু, জাহাঙ্গীর আলম আনছারী, ইউপি সদস্য আলা উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সাবেক মেম্বার আব্দুল আউয়াল, অজিত গোপ, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন জনি, মামুন মিয়া প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা লিটন তালুকদার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেন-বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে আমি বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের যে উন্নয়ন করেছি, বিএনপির সময় তা সম্ভব হয়নি। বিএনপির আমলে বিদ্যুত নিয়ে হরিলুট হয়েছে। তিনি বলেন- আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে জনদাবি পূরণ হচ্ছে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া হচ্ছে। রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামী এক বছরে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়নের মাধ্যমে বানিয়াচংকে একটি আলোকিত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। তিনি উত্তর সাঙ্গর গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন-শুধু উত্তর সাঙ্গর গ্রামকে বিদ্যুতায়নই নয়, গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন করেছি। স্কুল কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, শশ্মানঘাটের উন্নয়নে বরাদ্দ দিয়েছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সভায় বক্তারা বলেন- স্বাধীনতার পর উত্তর সাঙ্গর গ্রামে এমপি মজিদ খানের প্রচেষ্ঠায় সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এজন্য গ্রামবাসী এমপি মজিদ খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে এমপি মজিদ খানকে নির্বাচিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর