,

ইনাতগঞ্জে স্টেন্ড দখল নিয়ে সিএনজি শ্রমিকদের সংঘর্ষ _বাজার এলাকা রণক্ষেত্র ॥ আহত ৩০

আশাহীদ আলী আশা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সিএনজি (অটোরিক্সা) সংগঠনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইনাতগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ পূর্ব বাজার ও পশ্চিম বাজারে দুইটি সিএনজি স্টেন্ড রয়েছে। বাজারে দুইটি সিএনজি স্টান্ডের পৃথক পৃথক দুইটি আলাদা সমিতি রয়েছে। মূলত শ্রমিকদের স্টান্ডের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষেল ঘটনা ঘটে। পূর্ব বাজার স্টেন্ডের নেতৃত্বে রয়েছেন সমিতি সভাপতি শিমুল মিয়া ও অপর স্টেন্ডের নেতৃত্বে রয়েছেন রুবেল আহমেদ। পূর্ব বাজারের স্টেন্ডের দাবী পশ্চিম বাজারের ষ্টেন্ড তাদের অধীনে থাকতে হবে। এতে অপর পক্ষ নারাজ। এ নিয়ে গত প্রায় দুই মাস ধরে উভয় সমিতির লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই গতকাল শনিবার দুপুরে ইনাতগঞ্জ বাজারে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দেশিয় অস্ত্রশস্ত্রসহ পেপসি, কোকাকোলার কাচেঁর বোতল ছুড়ে মারেন একপক্ষ অপর পক্ষের উপর। এসময় ইনাতগঞ্জ বাজার এলাকায় সাধারণ মানুষ ও পথ চারিদের মধ্যে ভীতি ও আতংক ছড়িয়ে পড়ে। এবং অবস্থার বেগতিক দেখে ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে দেন। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান, ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে উভয় পক্ষে আহতরা হলেন, ফয়ছল আহমদ, জাকারিয়া, নুরকাছ উদ্দিন, টিপু, তফু মিয়া, শাহীন আহমেদ, রাসেল, জুনু মিয়া, শিবলু মিয়া, এনামুল ও রাজন মিয়া, সালাম, রবিউল হোসেন, আশরাফ উদ্দিন, রাসেল মিয়া, দীপু, সুরেজ, লিলজার, আমির হোসেন, আমির হোসেন, কামরান, নোমান, সায়েদ প্রমূখ। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইনাতগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর