,

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ॥ বাহুবলে অভিযান ॥ সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিনের নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আইন লঙ্গনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি ও খাবারের মধ্যে মাছি থাকা এবং রাস্তার পাশে ঢাকনাবিহীন খাদ্যপন্য বিক্রির দায়ে বাঁশপাতা রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি ও খাবারের মধ্যে মাছি থাকার দায়ে আম্মাজান হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা এবং খাদ্যপন্যে প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণেও তারিখ না থাকা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য তালিকা না থাকা বিভিন্ন কারনে তোহা এন্টারপ্রাইজকে ৫ শত টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সহযোগীতায় ছিলেন বাহুবল মডেল থানার পুলিশ ফোর্স। উল্লেখ্য বাহুবল উপজেলায় অবস্থিত দি প্যালেসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আইন লংঘনজনিত কোন কিছু পাওয়া যায়নি। দি প্যালেস এর কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের পক্ষ থেকে আইন মেনে এবং ভোক্তাদের কাংখিত সেবা যথাযথ ভাবে দেওয়ার জন্য বলা হয়।


     এই বিভাগের আরো খবর