,

চেক জালিয়াতি মামলায় হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তার ১ বছরের কারাদন্ড ৫ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুরে চেক জালিয়াতি মামলায় ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম সেলিম (৪০) কে ১ বছরের কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ কাজী মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। সেলিম কামড়াপুর গ্রামের মৃত আতাব মিয়ার পুত্র ও সিলেট বিয়ানিবাজার অগ্রণী ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল মতিন। আসামী পক্ষে ছিলেন এডভোকেট এমএএএম গাউছ উদ্দিন। মামলার বিবরণে জানা যায়, উমেদনগর এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র যুবলীগ কর্মী অপু আহমেদ রওশন আলীর কাছ থেকে ২০১৫ সালের ১২ মে ৫ লাখ টাকার একটি চেক দিয়ে টাকা নেয় সেলিম। কিন্তু রওশন ব্যাংকে গিয়ে দেখতে পারেন ব্যাংকে কোন টাকা নেই। এ ব্যাপারে রওশন আলী বাদি হয়ে ওই বছরের ৯ জুলাই কোর্টে মামলা করলে সাক্ষি প্রমাণ শেষে আদালত উক্ত রায় প্রদান করেন। রায় প্রদানকালে সেলিম পলাতক ছিল। সাজা পরোয়ানা সদর থানায় প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর