,

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ব্যতিক্রমী ঈদ আনন্দ উদ্যাপন

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ নীল আকাশে থাকা চাঁদ আর পুরো বাসভবন ক্যাম্পাসে সাজ সাজ রব প্যান্ডেলে মিটি মিটি তারা বাতির ঝলকানি আলোর মাঝে পবিত্র ঈদুল আজহা’র আনন্দকে ভাগাভাগি করে ধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে গত শনিবার রাতে জেলা প্রশাসক মনীষ চাকমা এক ব্যতিক্রমী পারিবারিক আনন্দ কথোপকথন ও ভূঁড়ি ভোজের আয়োজন করেন। তার সরকারী বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে কোমলমতি শিশু-কিশোর থেকে শুরু করে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের এমপি এ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সোয়েব আহমদ খান, আওয়ামীলীগ নেতা ও প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক ও উপ-সচিব মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, বিজ্ঞ এডিএম মোঃ নুরুল ইসলাম, সদর ইউএনও মোঃ এ.টি এম আজহারুল ইসলাম, সদর এ্যসিল্যান্ড বিজন কুমার সিংহ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন ও সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী সহ জেলা প্রশাসনের অধীন বিভিন্ন উপজেলার ইউএনও, এ্যসিল্যান্ড এবং তাদের পত্মী ও পরিবার বর্গের অন্যান্য সদস্যরা। এই পারিবারিক অনুষ্ঠান চলাকালে এক কন্যা সন্তানের জনক জেলা প্রশাসক মনীষ চাকমা ও তার পত্মী সকল আমন্ত্রিত অতিথিদের সাথে প্রান খুলে পবিত্র ঈদুল আজহার কুশল বিনিময় এবং ব্যাপক আনন্দ কথোপকথনে মাতিয়ে তুলেন। একপর্যায়ে বিশাল প্যান্ডেল ও বাসভবনের ড্রইং রুমের টেবিলে সাজানো চালের রুটি, পোলাও, মোরগের ফ্রাই, গরু আর খাসি’র মাংসের মতো তৈরী সুস্বাদু তরকারী বিভিন্ন জাতের আচার সংমিশ্রিত বহু পদের খাবার খেতে সকল অতিথিদের নিয়ে নিজেও অংশ নেন মনীষ চাকমা। সকলেই এই ধরনের আয়োজনকে একজন চৌকস জেলা প্রশাসকের উদার মনের মহানুভবতা শুধু নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই দেখছেন।


     এই বিভাগের আরো খবর